কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ও স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এবং ইউনিসেফ এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পৌরসভার সচিব শরদিন্দু রায় চৌধুরীর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফেরদৌস আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার ভূইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মহসিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকি, সমাজসেবা অফিসার প্রানেশ চন্দ্র বরমা, কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপনসহ পৌরসভার বিভিন্ন স্থরের অফিসারবৃন্দ।

পরে এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে পৌরসভার চত্তরে ইউনিয়ন ওয়াশ মটিভেটরা সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Back to top button