বিয়ানীবাজার সংবাদ

জমিয়তে যোগ দিলেন আওয়ামী লীগ নেতা!

সিনিয়র প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতা জমিয়তে যোগ দিয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদের হাতে দলের সদস্য ফরম কেটে ছাদ উদ্দিন নামের যুবক জমিয়তে যোগ দেন। জানা যায় জমিয়তে যোগ দেয়া ছাদ উদ্দিন বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের ৫নং শালেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

বিষয়টির সত্যতা বিয়ানীবাজার টাইমসকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ। তিনি বলেন, শুক্রবার তিনি বিয়ানীবাজার উপজেলার একটি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন তবে এখন তার আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই।

জমিয়তে যোগ দেওয়া প্রসঙ্গে ছাদ উদ্দীন জানান, একজন মুসলমান হিসেবে আমি সবসময় আলেম উলামাকে পছন্দ করি।আওয়ামী লীগ যখন আলেম উলামার উপর অত্যাচার শুরু করে তখন থেকেই আমি দলটির উপর আস্থা হারিয়ে ফেলি। আখেরাতে যাতে আল্লাহ আমাকে আলেম উলামার সাথে রাখেন এই উদ্দেশ্যেই আমি আলেমদের দল জমিয়তে যোগ দিয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর নেজাম কায়েমের লক্ষ্যে আমৃত্যু জমিয়তের কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই আওয়ামীলীগ নেতা।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানের সাথে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Back to top button