সিলেট

শাবিপ্রবির শাহপরান হল থেকে আগ্নেয়াস্ত্রসহ ও মাদক উদ্ধার করলো আন্দোলনকারিরা

টাইমস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে আগ্নেয়াস্ত্রসহ মাদক দ্রব্য উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিকালে সাধারণ শিক্ষার্থীরা এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে।পরে তারা তারা এসব অস্ত্র ও মাদকদ্রব্যের জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করে। অস্ত্র উদ্ধারের পর তারা বিভিন্ন গণমাধ্যমকে ব্রিফ করে।

ব্রিফিংকালে তারা জানান- দেড় শতাধিক মদের বোতল, ১টি শর্টগান, ১টি রিভলবার, ৩টি চেইন, ১ শ স্টিলের পাইপ, ১০টি রামদা, ১২টি চাকু, হাতুড়ি ৩টা ও কিছু গাঁজা পেয়েছি। শুধু শাহপরাণ হলের বিভিন্ন কক্ষ থেকে এসব আমরা জব্দ করেছি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর তল্লাশি চালাতে পারিনি। আগামীকাল (বৃহস্পতিবার) আমরা বাকি হলগুলোতে তল্লাশি করবো। আমরা জানতে পেরেছি- তল্লাশি শুরু হয়েছে জানতে পেরে সন্ত্রাসীরা অনেক অস্ত্র সরিয়ে ফেলেছে।

এসময় তারা জানান, যেসব কক্ষ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, সেগুলো তারা চিহ্নিত করেছেন। এগুলো নিয়ে পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের কাছে হস্তান্তর করা হবে। তারা বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্রবাজ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে বহিস্কারের দাবি জানিয়েছেন।

তাদের দাবি, প্রধানমন্ত্রীকে তার কটুক্তিমূলক বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এবং তা প্রত্যাহার করতে হবে। আন্দোলনে যাদের হত্যা করা হয়েছে, হামলা নির্যাতন করা হয়েছে তার জন্য দায়ীদের আইনের আওতায় আনতে হবে। তারা আজ থেকে শাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধও ঘোষণা করেন

Back to top button