বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে লুলা খাল দখলমুক্ত করতে নেই উদ্যোগ

মহসিন রনি: বিয়ানীবাজার উপজেলায় হালকা বৃষ্টি কিংবা টানা বৃষ্টি সহ পাহাড়ি ঢলে সৃষ্টি হয় অপ্রত্যাশিত বন্যা যার মাশুল দিতে হয় নিম্নাঞ্চল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের।

ঐতিহ্যবাহী লুলা খাল কালের বিবর্তনে প্রভাবশালী আর দখলদারের পাল্লায় পরে এখন ঘরবাড়ি ও দোকানপাট অনেকটাই ভাসমান হয়ে দাড়িয়ে আছে। পর্যবেক্ষণ আর সঠিক নজরদারির অভাবে প্রতিবছরই টানা বৃষ্টিতে তলিয়ে যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পানি নিষ্কাশন ব্যবস্থার অবনতিতে অনেকেই দোষ দিচ্ছেন লুলা নদী দখল করাকে।

পৌরশহরের দাসগ্রাম,কসবার একাংশ শ্রীধরা দিয়ে বয়ে যাওয়া লুলা খাল প্রবাহিত হচ্ছে বিভিন্ন ইউনিয়ন দিয়ে যেখানে হাতেগোনাদের অপরিকল্পিত দখলের কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষের।

সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম ও কসবার একাংশ দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন অংশ ঘুরে দেখা যায় দখল করে অনেকেই বাড়ি ও দোকান নির্মাণ করেছেন যার ফলে সঠিক পানি নিষ্কাশনের অভাবে হালকা বৃষ্টিতে তলিয়ে যায় পৌর শহরের নিম্নাঞ্চল সহ বিভিন্ন ইউনিয়ন। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রতিবাদের ঝর তুলছেন সচেতন মহল।

সবশেষ ২০২২ সালের বন্যায় বিয়ানীবাজার পৌর শহরের কসবা ও দাসগ্রাম সহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম বন্যায় প্লাবিত হলেও বন্যা পরবর্তী সময়ে খলা খনন কিংবা দখল মুক্ত করতে কোনো উদ্যোগ না নেয়ার ফলে ফের একই সমস্যা বড় আকার ধারণ করেছে এমনটাই বলছেন সচেতন মহলের অনেকে।

এ বিষয়ে বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক বলেন, অতীতে চার বছর আগে একবার লুলা খাল খনন করলেও সঠিক ভাবে দখল উচ্ছেদ না করায় এবং ঘা বাচিয়ে খনন করা প্রক্রিয়াটি সঠিক হয়নি। কর্তৃপক্ষ সহ স্থানীয় অনেক জনপ্রতিনিধি এ বিষয়ে উদাসীন কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে দিন দিন লুলা খাল দখলের মাত্রা বাড়ছে। সরকারি ভাবে লুলা নদী বাচাতে পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ না করলে আমরা গণদাবি পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন বলেন, সম্প্রতি বন্যার অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে খাল দখল সহ খনন না করা যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে গোটা উপজেলাবাসীর। আমার দাবি থাকবে প্রশাসন এ বিষয়ে নজর দেবেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি শামিম বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এ বিষয়ে আমাদের এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আমরা ধারাবাহিকভাবে একটি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেবো।

Back to top button