বিয়ানীবাজারে নির্বাচনী আমেজে বৃষ্টি’র হানা!

মহসিন রনি: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের বাকি মাত্র একদিন এদিকে একদিনকে হাতে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা পর্ব প্রার্থীরা শেষ করছেন বৃষ্টির উপর খানিকটা বিরক্তি নিয়ে। প্রার্থীরা দিনভর বিরতিহীন বৃষ্টিতে পৌর শহর সহ বিভিন্ন ইউনিয়ন গুলোতে প্রচারণা ও সভাসমাবেশ সেড়েছেন সন্ধ্যার পর থেকে মুশলধারায় বৃষ্টি বাড়লেও প্রচার প্রচারণা করতে দেখে গেছে অনেক প্রার্থীকে।
বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা গেছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকরা রাত ৮ টার আগে পৌর শহরে প্রচারণায় ব্যস্ত ছিলেন। এছাড়াও কৌশলে ভোটারদের মন জয় করতে নির্বাচনী মাঠে রয়েছেন প্রার্থীরা।
এ বিষয়ে জহির মিয়া নামের এক সাধারণ ভোটার বলেন, নির্বাচন আমাদের জন্য একটি উৎসব এই উৎসবে আমরা সবাই সামিল হয়ে ভোট কেন্দ্রে যাবো। তবে এবার প্রার্থী নির্বাচনে আমরা সচেতন থাকবো পছন্দের তালিকায় অনেকেই রয়েছেন তবে শেষ পর্যন্ত যিনি জনকল্যাণে কাজ করবেন তাকেই ভোট দেবো।
বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন বলেন, বৃষ্টিতে নির্বাচনী আমেজে খানিকটা প্রভাব পড়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে যে উৎসব আশা করি শেষ পর্যন্ত উৎসবমুখী পরিবেশে সফলভাবে নির্বাচনটি সমাপ্তি হবে।