বিয়ানীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডে রুনু’র বাল্ব প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

সিনিয়র প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু’র বৈদ্যুতিক বাল্ব প্রতীকের সমর্থনে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিয়ানীবাজার পৌর শহরের মধ্যফতেহপুর রেদোয়ান তানিমের সঞ্চালনায় ও হাজি মাসুদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল হক রুনু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাছিত আহমদ, আবুল হোসেন খছরু, হেলাল আহমদ, হান্নান আহমদ, ফখর উদ্দিন, জাহিদ আহমদ রাজু, আমিনুল হক দিলু প্রমুখ সহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনু বলেন, আমার সাথে অনেক ষড়যন্ত্রের হয়েছে অনেকেই চেয়েছেন ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সড়িয়ে দিতে কিন্তু আমি আপনাদের দোয়ায় প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে এখনো রয়েছি। এই ওয়ার্ডে আমার নানা বাড়ি এখানে আমার দাবি রয়েছে আশা করি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি আপনাদের পাশে থাকতে চাই।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য, আশরাফুল হক রুনু (বৈদ্যুতিক বাল্ব), খালেদুর রহমান (উড়োজাহাজ), আব্দুল্লাহ আল মামুন (বই), সুহেল আহমদ রাশেদ (চশমা), সাইদুল ইসলাম (মাইক), পলাশ আফজাল (তালা)