মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে চেয়ারম্যান প্রার্থী আউয়াল!

সিনিয়র প্রতিবেদক: ঃ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ক্লীন ইমেজের দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। প্রতীক বরাদ্দের পর থেকে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে আলোচনার শীর্ষে থাকা আউয়াল উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সভা সমাবেশ সহ ভোটের মাঠ ও ভোটারদের মন জয়ে এগিয়ে রয়েছেন এই প্রার্থী।
এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে এটি আমার জন্য প্রথম জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন। আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থী। আমি নির্বাচিত হলে উপজেলা পরিষদ বৈষম্যের ঊর্ধ্বে সব শ্রেণীর মানুষের জন্য খোলা থাকবে।
উল্লেখ্য, ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল প্রতীক), আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার প্রতীক), আতাউর রহমান খান (টেলিফোন প্রতীক), মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ প্রতীক), জামাল হোসেন (আনারস প্রতীক), আব্দুল বারী (দোয়াত কলম), গৌছ উদ্দিন (শালিক পাখি), জহির উদ্দিন (ঘোড়া), জাকির হোসেন সুমন (কাপ পিরিছ) নিয়ে নির্বাচন করবেন।