বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ভাইস চেয়ারম্যান প্রার্থী রুনুর মনোনয়ন বৈধ!

সিনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে নানা জটিলতা এর প্রতিকূলতা কাটিয়ে অবশেষে মনোনয়ন বৈধ হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক রুনুর। সোমবার হাইকোর্টের আদেশে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে প্রতীক পেতে পারেন আশরাফুল হক রুনু। মহামান্য আদালত কর্তৃক তার মনোনয়ন বৈধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান ও তার বড় ভাই আমিনুল ইসলাম দিলু।
উল্লেখ্য, আশরাফুল হক রুনু নির্বাচনের পূর্বে থেকে ছাত্ররাজনীতি থেকে শুরু করে সমাজ সেবায় নিয়জিত থাকার পাশাপাশি নির্বাচনে মাঠে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন।