উদ্যোগতা বিকাশের লক্ষ্যে বিয়ানীবাজারে শীঘ্রই শুরু হচ্ছে তাঁত হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলা

মহসিন রনি: সময়ের সাথে দেশ এগিয়ে যাওয়ার পেছনে নারী উদ্যোগতাদের ভুমিকা কম নয় তবে এদের এমন উদ্যোগ আড়ালেই থেকে যায়। এবার মাঝারি ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উন্নয়নের স্বার্থে বিয়ানীবাজারে শুরু হতে যাচ্ছে তাঁত হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলা। সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের দেশে তৈরি পন্য বিক্রির অনলাইন প্লাটফর্ম লালসবুজ ডটকম এর সার্বিক সহযোগিতায় এ মেলা উদ্বোধনের দ্বারপ্রান্তে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরেজমিনে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায় শতাধিক স্টল নির্মাণের কাজ চলছে বেশ জোরেশোরে। কাঠ, বাঁশ, হার্ডবোর্ড দিয়ে বানানো হচ্ছে অস্থায়ী স্টল। দিন রাত এক করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা।
স্থানীয় উদ্যোক্তাদের তৈরীর পণ্য বিক্রি ব্যবস্থা করতেই এ মেলার আয়োজন করতে প্রয়োজনীয় সহযোগিতা করছে প্রশাসন।মেলা পরিচালনা ও বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করছেন জানিয়ে বিপ্লব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মুজিবুর রহমান বিপ্লব বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে আগামী মাসের প্রথমদিকেই মেলা উদ্বোধন হবে। শুধু পন্য নয় এই এলাকার শিশু কিশোরদের বিনোদনের কথা চিন্তা করে অনেক ধরনের রাইড ও আসবে মেলায়। সেখানে এসে মেলা উপভোগ করতে পারবেন সব বয়সের মানুষ।উপজেলার স্থানীয় উদ্যোক্তাদের তৈরী পন্য ক্রেতাদের নিকট বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে সব ধরনের প্রস্তুতি শেষ। এবারো বিয়ানীবাজারসহ আশেপাশের উপজেলার মানুষ মেলা থেকে ব্যাপক উপকৃত হবে বলে জানালেন উদ্দ্যোক্তারা।