বিয়ানীবাজারে বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস পালন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৫২ বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
শনিবার ভোরে বিয়ানীবাজার পৌরশহরের কেন্দ্রীয় স্মৃতি সৌধে সকল বয়সী মানুষ ফুলেল শ্রদ্ধা জানানোর পর শহীদদের আত্মার মাগফেলার কামনা করেন।
শহীদ বেদিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পরিষদ ও প্রশাসনের দায়িত্বশীলদের নিয়ে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জেলা পরিষদ, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, পৌরসভা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমাণ্ড, বিয়ানীবাজার প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি, রোটারি ক্লাব বিয়ানীবাজারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন শেষে স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এদিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আনুষ্ঠানিকতা ৫৩ তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাধন প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর।