শিক্ষাবিদ মজির উদ্দিন আনসারের পুত্র ছাত্রলীগ নেতা মামুনের দাফন সম্পন্ন, বিশিষ্টজনের শোক

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার এর বড় ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন (৩০) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ২ টায় দাসউরা সিনিয়র আলীম মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীপেশার শোকাহত মানুষ অংশ নেন।
আব্দুল্লাহ আল মামুন রোববার রাতে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে ছাত্রলীগ পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার ছেলে আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক এমপি সেলিম উদ্দিন, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, শিক্ষাবিদ আলী আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার টাইমসের প্রধান সম্পাদক এম হাসানুল হক উজ্জ্বল, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।