গোয়াইনঘাট থেকে শাবি ছাত্রের ম র দে হ উদ্ধার

টাইমস ডেস্কঃ গোয়াইনঘাটে রাকিবুল হাসান সিফাত নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিফাত বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খালিক বলেন, ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। সন্দেহ করা হচ্ছে তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তিনি মোটরসাইকেলযোগে কোথাও যাচ্ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ভোর সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাটে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে বলে জেনেছি। তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে আনা হয়েছে। খবর পেয়ে আমরা তাকে হাসপাতালে দেখতে গিয়েছি। তার পরিবারকেও জানানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।