বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের যুবক গোলাপগঞ্জে ছিনতাইয়ের শিকার

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার থেকে সিলেট যাওয়ার পথে গোলাপগঞ্জে অভিনব উপায়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিয়ানীবাজারের এক যুবক। ছিনতাইকারীরা তার কাছ থেকে নিয়ে গেছে ৪৬ হাজার টাকা এবং একটি মোবাইলফোন। ভুক্তভোগী যুবকের নাম আফসার আলী। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামে।

ভুক্তভোগী আফসার আলী জানান, গেল শুক্রবার(১৯ মে) ভোর আনুমানিক ৪ টার সময় প্রয়োজনীয় কাজে বিয়ানীবাজার থেকে সিলেট নিজের সিএনজি নিয়ে যাওয়ার জন্য বের হন । সকাল আনুমানিক ৫ টার সময় তিনি গোলাপগঞ্জে পৌছান।গোলাপগঞ্জ বাজার পাড়ি দেয়ার পর একটি প্রাইভেট কার তাকে থামার জন্য সিগন্যাল দেয়। যাত্রী তুলবেন না বলে তিনি সিএনজি না থামিয়ে যেতে থাকেন। এ সময় একটু সামনে যেথেই প্রাইভেট কারটি সামনে গিয়ে রাস্তা ব্যারিকেট দেয়।

এরপর প্রাইভেট কার থেকে কয়েকজন যুবক এসে সিএনজি চালক আফসার আলীকে বলেন এতো দ্রুত কেন যাচ্ছো? গাড়িটি চুরি করে নিয়ে এসেছো বলে তারা সিএনজিতে উঠে এবং বলে থানায় চলো। এ সময় ভুক্তভোগী যুবক সিএনজি নিয়ে সামনের দিকে যাওয়ার পথে হেতিমগঞ্জের ৫০ মিটার আগে দুই যুবক তার গলায় ছুরি ধরেন। এ সময় তার কাছ থেকে নগদ ৪৬ হাজার টাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। এ সময় সিএনজি ছিনিয়ে নিয়ে যেতে চাইলে ছিনতাইকারীরা আফসার আলীকে ছুরি দিয়ে আঘাত করে এবং চলন্ত সিএনজির মধ্যে তাদের ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সিএনজি উলটে যায়। এ সময় প্রাইভেট কারে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এসে আহত আফসার আলীকে উদ্ধার করেন। ঘটনা শুনে তার পরিবারকে খবর দেন তারা। পরে স্বজনরা গিয়ে আফসার আলী এবং সিএনজি উদ্ধার করে নিয়ে আসেন।

অভাবের সংসার আফসার আলীর প্রায় অর্ধ লক্ষ টাকা হারিয়ে এখন দিশেহারা। জানান, এ ঘটনায় তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

Back to top button