২০২২ সালে ৩৫০০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়েত

প্রবাস ডেস্কঃ ২০২২ সালে ভিন্ন ভিন্ন অপরাধের দায়ে বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। এর মধ্যে রয়েছে ৩৫০০ জন বাংলাদেশি। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ‘দৈনিক কুয়েত টাইমস’ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ৬৬০ জনকে বিচার বিভাগীয় নির্বাসন করা হয়েছে। বাকিদের বিভিন্ন সময়ে প্রশাসনিক অভিযানে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, পতিতাবৃত্তি, আকামার মেয়াদোত্তীর্ণ এবং দেশটির আইন না মেনে চলাসহ বিভিন্ন অপরাধের জন্য নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
নির্বাসিত অভিবাসীর মধ্যে ১৭ হাজার পুরুষ এবং ১৩ হাজার নারী রয়েছে। পুরুষ নির্বাসিতদের মধ্যে ৬৪০০ জন ভারতীয়, ৩৫০০ জন বাংলাদেশি এবং ৩০০০ জন মিশরীয় নাগরিক। নারী নির্বাসিতদের মধ্যে ৩০০০ জন ফিলিপিনো, ২০০০ জন শ্রীলঙ্কান, ১৭০০ জন ভারতীয় এবং ১৪০০ জন ইথিওপিয়ান নাগরিক রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।