সারাদেশ

নিজ কেন্দ্রে হারলেন নৌকার প্রার্থী ডালিয়া

রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া তার নিজ কেন্দ্রে হেরেছেন। লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রটি তার বাড়ির নিকটে। ওই কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। ওই কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১৬৬ ভোট। আর নৌকা প্রতীকে অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৯২ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হাতি মার্কা পেয়েছে ১৪৪ ভোট।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক কেন্দ্রে এখনো ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে শেষ হওয়া ১১টি ভোটকেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। শেষ খবর পাওয়া পর্যন্ত লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৬৯৪৬ ভোট। দ্বিতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন। হাতি প্রতীকে তিনি পেয়েছেন ১৪৫২ ভোট। তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৭২৫ ভোট।

Back to top button