আন্তর্জাতিক

বিমানযাত্রীর ল্যাপটপে আগুন, নিউ ইয়র্ক বিমানবন্দরে তুলকালাম

নিউজ ডেস্ক- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিমানে থাকা এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যায়। এতে জরুরি প্রতিক্রিয়াকারী দল জেটব্লু এয়ারলাইনসের বিমানটি সঙ্গে সঙ্গে খালি করে দেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণে সাতজন যাত্রী ধোঁয়ায় শ্বাস নেওয়া এবং কনুই ভেঙে যাওয়াসহ সামান্য আঘাত পেয়েছেন বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ, জেটব্লু এয়ারলাইনস এবং নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, বিমানটি টার্মিনাল-৫-এর একটি দরজার কাছে সরানো হচ্ছিল। তখন বিমানটিতে থাকা একজন যাত্রীর ল্যাপটপের লিথিয়াম ব্যাটারিতে আগুন ধরে যায়। তবে বার্বাডোজের ব্রিজটাউন থেকে আসা জেটব্লুর ৬৬২ নম্বর ফ্লাইটের ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জরুরি প্রতিক্রিয়াকারী দল এবং বিমানের ক্রুরা বিমানের জরুরি পথ ব্যবহার করে এয়ারবাস এ৩২০ জেট থেকে ৬৭ জনকে সরিয়ে নেয়। এ ছাড়া আরো ৬০ জন যাত্রী স্বাভাবিকভাবে বিমান থেকে বেরিয়েছিলেন।

জেটব্লু ডেইলি নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা সব সময় আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পরিবহন নিরাপত্তা বোর্ডের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করছি। ’

সূত্র : এপি

Back to top button