খেলাধুলা

পেস বোলার খুঁজছে সিলেট সিক্সার্স, রেজিস্ট্রেশন ২৬ ডিসেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স পেসার হান্ট করবে। পেসার হান্টে অংশ নিতে সিলেট বিভাগের পেসারদের সোমবার ২৬শে ডিসেম্বর রিকাবি বাজারের সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে করতে হবে রেজিষ্ট্রেশন।

বাছাই পর্ব শেষে নির্বাচিতরা পেসাররা সঙ্গী হবেন সিলেট স্ট্রাইকার্সের।

বিপিএল চলাকালে সিলেটের ফ্র্যাঞ্চাইজির প্রাকটিসে নেট বোলার হিসেবে কাজ করবেন নির্বাচিত পেসাররা। তবে টিক কত জন পেসার নির্বাচিত করা হবে সেটি জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ৫০০+ বোলারদের সুযোগ দেয়া হবে এই পেসার হান্টে। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে সিলেট বিভাগের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম সেভ সিলেট।

আগ্রহী পেসারদের ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে সিলেট স্ট্রাইকার্স প্রতিনিধির কাছে রেজিষ্ট্রেশন করা লাগবে। রেজিষ্ট্রেশনে লাগবে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

২৭ ও ২৮ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন উইকেটে পেসার বাছাই করা হবে। সিলেট স্ট্রাইকার্সের কোচরা বাছাই করবেন সেরা পেসারদের।

Back to top button