হবিগঞ্জ

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০ জুয়াড়ি আটক

হবিগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলায় নির্জন স্থানে জুয়া খেলা বেড়েই চলেছে। জেলা গোয়েন্দাসহ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়েও জুয়া খেলা বন্ধ করতে পারছে না। ফলে বেপরোয়া হয়ে উঠেছে জুয়াড়িরা। ডিবি পুলিশের চলমান অভিযানে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে।

আটককৃতদের বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া এলাকার আব্দুল আহাদ (৪০), পৈল এলাকার ফরিদ মিয়া (৩৬), দূর্লভপুর এলাকার আব্দুল কাদির (৪৫), সুলতানশী এলাকার ইকবাল মিয়া (২২), পৈল বড়বাড়ী এলাকার সুলতান আলী (৩৭), গন্ধবপুর এলাকার কামরুল হাসান (৩৭), পৈল এলাকার সালমান মিয়া (২২), চরহামুয়া এলাকার রাজিব চন্দ্র দাস (২৮), বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি মোপনপুর এলাকার নজির মিয়া (২২) একই উপজেলার রতনপুর গ্রামের জালাল মিয়া (৪০)-সহ দশজনকে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করা হয়।

এর আগে বুধবার বিকালে গোপন সংবাদেরভিত্তিতে জেলা গোয়েন্দা গোয়েন্দা পুলিশের এসআই সোহেল রানা ও এসআই আলমগিরসহ একদল গোয়েন্দা পুলিশের একটি টিম লস্করপুর ইউনিয়নের চরহামুয়া বইচড়ার শংকর দাসের ধানক্ষেতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডিবি পুলিশের এসআই সোহেল রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান।

Back to top button