এসএসসিতে বাবা-ছেলে সমানে সমান, ডিসি-ইউএনওর শুভেচ্ছা

নাটোরের বাগাতিপাড়ায় এসএসসিতে বাপ-বেটা প্রায় সমান সমান পয়েন্ট নিয়ে পাশ করেছেন। আর একসঙ্গে এসএসসি পাশ করায় সেই বাবা-ছেলেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং বাগাতিপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
মঙ্গলবার যুগান্তরে প্রকাশিত সংবাদ তাদের দৃষ্টিগোচর হলে এই প্রতিবেদকের মাধ্যমে মোবাইল ফোনে তারা বাবা-ছেলেকে শুভেচ্ছা জানান।
এ সময় ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, অনেক খারাপ সংবাদের ভিড়ে একটা ভালো সংবাদ তাকে মুগ্ধ করেছে। বাবা-ছেলের একসঙ্গে এসএসসি পাশের এই সাফল্যে তিনি গৌরবান্বিত। বয়সের তোয়াক্কা না করেই বাবা তার ছেলের সঙ্গে পাশ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের উভয়কে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এদিকে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক শামীম আহমেদ মোবাইল ফোনে এই প্রতিবেদকের মাধ্যমে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, তাদের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এক্ষেত্রে বাবার কৃতিত্বকে এগিয়ে রেখে জেলা প্রশাসক বলেন, বাবা-ছেলের একসঙ্গে এসএসসি পাশ অনেকের জন্য উৎসাহের কারণ হতে পারে। একই সঙ্গে যুগান্তরে এমন সংবাদ প্রকাশ করায় এই প্রতিবেদকসহ যুগান্তর পরিবারকেও ডিসি ও ইউএনও ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, পড়ালেখা বন্ধের দীর্ঘ ২৪ বছর পর চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ছেলের সঙ্গে এসএসসি পাশ করেন বাবা। ভোকেশনাল শাখার ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেড থেকে বাবা ইমামুল ইসলাম পেয়েছেন জিপিএ-৪.৭৯ এবং ছেলে আবু রায়হান একই শিক্ষাপ্রতিষ্ঠানের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড থেকে পেয়েছে জিপিএ-৪.৮২। তাদের বাড়ি উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর গ্রামে।