সিলেট
ধানক্ষেতে যুবকের লা শ, নেপথ্যে ‘প র কী য়া’!

নিউজ ডেস্ক- সিলেটের কানাইঘাটের ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ বলছে- প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের মাঠ থেকে মঈন উদ্দিন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি এ গ্রামের সফিক আহমদের ছেলে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। পরকীয়ার জেরে মঈনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।