খেলাধুলা
অসাধারন খেলা ঘানার বিরুদ্ধে রোনালদোর পর্তুগালের কষ্টার্জিত জয়

বিশ্বকাপে অন্যতম তারকাবহুল দল বলা হচ্ছিল তাদের। অন্যতম হট ফেবারিটও। কিন্তু মাঠের খেলায় দেখা যায়নি সেই আসল আধিপত্যময় খেলা। ঘানার বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচেই জয় পেতে ঘাম ছুটে গেছে রোনালদোর পর্তুগালের।
রোনালদোর রেকর্ড গড়া দিনে আফ্রিকান জায়ান্টদের ৩-২ গোলের ব্যবধানে হারালো ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। পর্তুগালের হয়ে একটি করে গোল করেন রোনালদো, ফেলিক্স ও রাফায়েল লেও। আর ঘানার পক্ষে গোল করেন জর্দান আইয়ু ও বুকারি।
বিস্তারিত আসছে…