লন্ডনে পৃথক হ ত্যা কা ণ্ডে ৩ জনের মৃ ত্যু, শান্তনা খুঁজে পাচ্ছেনা পরিবার

এই ছবিতে বামদিকে দেখা যাচ্ছে রানীম আউদে, আর ডানপাশে রানীমের মা খাওলা সালীম। ২০১৮ সালে বারমিংহামের সলিহল এলাকায় পারিবারিক সহিংসতার শিকার হয়ে মা-মেয়ে নিহত হন। হত্যাকারী ছিল রানীমের সাবেক স্বামী জানবাজ তারীন। হত্যার দায় স্বীকার করায় একই বছর, অর্থাৎ ২০১৮ সালের ডিসেম্বর মাসে জানবাজ তারীনকে ৩২ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর পুলিসের ভূমিকা নিয়ে এক বিচার বিভাগীয় তদন্ত হয়। তদন্তে বেরিয়ে আসে, পুলিস সঠিকভাবে দায়িত্ব পালন করলে রানীম এবং তাঁর মা খাওলা সালীমের জীবন হয়তো বাঁচানো যেত। অর্থাৎ, এই দুই নারীর মৃত্যুর পেছনে পুলিসের অবহেলা ছিল।
মা-মেয়ে হত্যার শিকার হওয়ার বেশ কয়েক দিন আগে আদালত এক আদেশে জানবাজ তারীনকে তাঁর সাবেক স্ত্রী রানীম আউদের কাছাকাছি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সিসিটিভি’র এই ফুটেজে দেখা যায়, এক রাতে জানবাজ তারীন, তাঁর সাবেক স্ত্রীকে অনুসরণ করছেন। ফুটেজে দেখা যায়, তাদের মধ্যে ঝগড়া হয় এবং রানীমের মা থামানোর চেষ্টা করছিলেন। এই ঘটনার পরপরই রানীম ৯৯৯ নম্বরে কয়েকবার কল করেন। কিন্তু কেউ আসেনি।
৯৯৯ নম্বরে রানীম সর্বশেষ কল করেন হামলার শিকার হয়ে। মা-মেয়ে তখন প্রাণভয়ে চিৎকার করছিলেন। নিহত রানীমের বোন কিনান দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলেন, পুলিস সময় মতো পদক্ষেপ না নিয়ে অপরাধীকে সহায়তা করেছে।
হত্যার কয়েক দিন পর পুলিস জানবাজ তারিনকে গ্রেফতার করে। হত্যার কয়েক মাস আগে থেকে সে তাঁর সাবেক স্ত্রীকে হুমকি দিয়ে আসছিল। কিন্তু বারবার পুলিসকে জানানোর পরও পুলিস তাঁকে গ্রেফতার করেনি। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিস তাঁদের ব্যর্থতার জন্য নিহতদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছে। নিহতের পরিবার আশা করছে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে পুলিস।
এদিকে পূর্ব লন্ডনের ইলফোরডে গত ২৬ জুন জারা আলীনাকে হত্যার দায় স্বীকার করেছে এক যৌন অপরাধী। পরিবারের সদস্যদের কাছে জারা আলীনা ছিলেন স্বাধীনচেতা, বড় মনের, হাস্যজ্বল একজন মানুষ। লন্ডনের রয়েল কোর্টস অফ জাস্টিসে নতুন কাজ শুরু করেছিলেন আইন বিষয়ের স্নাতক জারা। জারার জীবন তখন ছিল হাসিখুশিতে ভরপুর। কিন্তু গেলো সামার তাঁর সব স্বপ্ন ভেঙ্গে যায়, তাঁর প্রাণ কেড়ে নেয় এক যৌন অপরাধী। অপরিচিত এই অপরাধী ২৯ বছর বয়স্ক জর্ডান ম্যাক সুইনী। জারা আলীনা ঘরে ফেরার পথে সে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে সে জারা আলীনাকে টেনে একটি ড্রাইভওয়েতে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন করে। উপর্যুপরি আঘাত এবং লাথিতে আহত হয়ে নিহত হন জারা আলীনা।
শুক্রবার ওল্ড বেইলি আদালতে ম্যাকসুইনী হত্যা এবং যৌন নিপীড়নের অপরাধ স্বীকার করে।
ওল্ড বেইলি আদালতে এর আগের এক শুনানিতে বলা হয়, ম্যাক সুইনী ৬৯টি পৃথক অপরাধের সংশ্লিষ্টতায় ২৮টিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। জারা আলীনাকে হত্যার দুই সপ্তাহেরও কম সময় আগে ম্যাক সুইনীকে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল। জারা আলীনাকে নির্মমভাবে হত্যার অপরাধে আগামী মাসে ম্যাক সুইনীর শাস্তি ঘোষণা করবেন আদালত।