বিয়ানীবাজারের রাজনৈতিক হালচাল আওয়ামীলীগ সম্মেলনে, বিএনপি আন্দোলনে

তোফায়েল আহমদঃ আগামী নির্বাচন আসার আগে বিয়ানীবাজারে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কার্যক্রমে এসেছে গতি। বিএনপি যখন সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসাবে সিলেটের সমাবেশ সফলের প্রচার অভিযানে, তখন সরকার দল আওয়ামীলীগ রয়েছে সম্মেলনে। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার সবকটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে আওয়ামীলীগের সম্মেলন।
বিয়ানীবাজার উপজেলায় রাজনীতিতে দীর্ঘদিন পরে প্রধান দুই দলের সক্রিয়তা নেতাকর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত কয়েকদিন থেকে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের প্রত্যেকটি ওয়ার্ডে সম্মেলন হচ্ছে। সমঝোতার ভিত্তিতে কমিটির চেষ্টা করছেন উপজেলা আওয়ামীলীগ থেকে দায়িত্বপ্রাপ্ত নের্তৃবৃন্দ। সমঝোতায় যেসব ওয়ার্ডে কমিটি হচ্ছে না সেগুলো উপজেলা থেকে পরবর্তীতে জানানো হবে।
দলের তৃনমুলের নের্তৃত্ব তৈরিতে এসব কাউন্সিল গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, একটি দলের প্রান তৃনমূলের নেতাকর্মীরা, তাদেরকে যথাযথ মূল্যায়নের জন্যে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিয়ানীবাজারেও প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হচ্ছে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় প্রায় অর্ধেক ওয়ার্ডে ইতিমধ্যে সভাপতি, সম্পাদক নির্বাচিত হয়েছেন আর বাকিগুলো শীঘ্রই গঠন করা হবে।
মাঠের পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনে উপজেলা কমিটির সমন্ময়কদের সাথে স্থানীয় কমিটি গঠনে ভুমিকা রাখছে।
পক্ষান্তরে বাংলাদেশের রাজনীতির মাঠের প্রধান বিরোধী দল বিএনপি আগামী ১৯ নভেম্বর কেন্দ্রের ডাকা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। বিকাল হলেই বিভিন্ন গ্রুপে উপজেলার বাজারে বাজারে, গ্রামে গ্রামে লিফলেট বিতরনের মাধ্যমে সমাবেশে যোগ দিতে দলীয় সমর্থক ও সাধারন মানুষের কাছে প্রচারনা চালাচ্ছেন। সিলেট-৬ আসনের দুই মনোনয়প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী ও আবুল কাহের শামীম চৌধুরীর অনুসারিরা আলাদা আলাদা ভাবে বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে প্রচারনা চালাচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে তৃনমুল বিএনপিতে চাঙ্গাভাব দেখা তা আগামী নির্বাচন পর্যন্ত ধরে রাখতে চান নেতারা।
বিভাগীয় সমাবেশগুলোর সফলতা আগামী নির্বাচন বা আন্দোলনে দলের নেতাকর্মীদের চাঙ্গা করছে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, আমরা সরকারের সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আগামী ১৯ নভেম্বরের সিলেট সমাবেশকে সফল করবো এবং সেখান থেকেই সরকারের পতন ঘন্টা বাজাবেন আমাদের কেন্দ্রীয় নেতারা।