মায়ের ম র দে হ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন সুরঞ্জিত

নিউজ ডেস্ক- পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সুরঞ্জিত দেউরি (১৮) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন তিনি।
সুরঞ্জিত দেউরি উপজেলার ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের মৃত রঞ্জিত দেউরির ছেলে। তার মায়ের নাম দিপু রানী। সুরঞ্জিত দেউরি ভান্ডারিয়ার আমানউল্লাহ মহাবিদ্যালয়ের ব্যবসায় বিভাগের শিক্ষার্থী।
সুরঞ্জিত দেউরির চাচা দিলিপ কুমার জানান, দিপু রানী দীর্ঘদিন ধরে থাইরয়েড ও দুদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার রাত ১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বৃহস্পতিবার ভোরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের মরদেহ বাড়িতে রেখে স্বজনদের অনুরোধে পরীক্ষায় অংশ নেন সুরঞ্জিত দেউরি।
সুরঞ্জিত দেউরি জানান, ছয় মাস আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়। দুদিন আগে মা অসুস্থ হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার পরীক্ষা থাকার কারণে আমি বরিশালে যেতে পারিনি। রাত দুটার দিকে জানতে পারি মা মারা গেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ৬ নভেম্বর শারমিন আক্তার নামের এক শিক্ষার্থী মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছিল। আজ সুরঞ্জিত দেউরি একইভাবে মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেন।