সিলেট

সিলেটে হ ত্যা মামলায় ভাইসহ আইনজীবীর যা ব জ্জী ব ন

নিউজ ডেস্ক- বহুল আলোচিত আব্দুল আলীম হত্যাকাণ্ডের দীর্ঘ ১৯ বছরপর মামলার রায়ে দুই আসামীকে দণ্ড দিয়েছে আদালত। ঘোষিত রায়ে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী নুরুল ইসলাম ও তার ভাই সবজুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও আর্থিক জরিমানা এবং মইনুল হককে ১০ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। আর মামলার দায় হতে ৩৮ জনকে অব্যাহতি প্রদান করেন আদালত। এ মামলা চলাকালিন সময়ে ৫ আসামী মৃত্যুবরণ করেন।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন চ্যাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার টংগর গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে এবং আইনজীবী নুরুল ইসলাম ও তার সহোদর সবজুল ইসলাম, একই গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মইনুল হক। দন্ডপ্রাপ্তদের মধ্যে সবজুল পলাতক রয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৭ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন দিরাই উপজেলার টংগর গ্রামের হাজী জামিন খানের পুত্র আব্দুল আলীম। এ ঘটনায় নিহতের ভাই আজমল খান বাদী হয়ে পরদিন দিরাই থানায় হত্যা (মামলা নং ০৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার ওসি সুভাষ চন্দ্র সাহা ৪১ জনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩ সেপ্টম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বিরুদ্ধে আসামীপক্ষে অভিযোগ তুললে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন আদালত।

পরবর্তীতে সিআইডি তদন্ত শেষে ৪১ জনকে অভিযুক্ত করে ২০০৯ সালের ২৭ জানুয়ারি আদালতে সম্পূরক চার্জশীট দাখিল করেন। এরপর সুনামগঞ্জ আদালত বার বার চার্জগঠনের তারিখ ধার্য করলের চার্জ গঠন হয়নি। পরবর্তীতে ন্যায় বিচারের জন্য মামলাটি সিলেটে স্থানান্তর এবং অভিযোগ গঠনের জন্য বাদীপক্ষ ২০১২ সালে উচ্চ আদালতে রীট করেন।

পরবর্তিতে মামলাটি সিলেট জেলা ও দায়রা জজ আদালতে বদলী এবং অভিযোগ গঠনের আদেশ দেন উচ্চ আদালত। এরই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৪ মে সিলেট জেলা ও দায়রা জজ আদলতের বিচারক ৪১ আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার কার্য শুরু করেন। মামলার দীর্ঘ শুনানী ও ১৬ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

ঘোষিত রায়ে আইনজীবী নুরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, এছাড়া জরিমানা অনাদায়ে আরো ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং তার সহোদর সবজুলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন দন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন। আর দন্ডপ্রাপ্ত মইনুলের বিরুদ্ধে ৩০৭ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ডের আদেশ দেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন ও আইনজীবী শহিদুজ্জামান জানান, মামলার মূল অপরাধি নুরুল ইসলামের বন্দুকের গুলিতে আব্দুল আলীম নিহত হয়েছিলেন। আদালত তা প্রমাণ পেয়ে রায় ঘোষণা করেছেন। বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আইনজীবী জসিম উদ্দিন জানান, সুনামগঞ্জের দিরাইয়ের আব্দুল আলীম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন দন্ড ও একজনকে ১০ বছরের দন্ড দিয়েছেন আদালত

Back to top button