খেলাধুলা

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান। নিউজিল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটের বিশাল জয় পায় পাকিস্তান। এই জয়ের মধ্যদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল পাকিস্তান। এবার নিউজিল্যান্ডের ইনিংসের মতো পুনরাবৃত্তি ঘটতে চলেছিল পাকিস্তানের ইনিংসেও। প্রথম ওভারেই উইকেট হারাতে পারতো পাকিস্তান।

কিন্তু বাবর আযমের ক্যাচ তুলবন্দি করতে পারনেনি উইকেটরক্ষক কনওয়ে। শূন্য রানে জীবন পান পাকিস্তান অধিনায়ক বাবর। ট্রেন্ট বোল্টের করা ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন বাবর। হালকা সুইং করে ভেতরে ঢোকা বলটি ব্যাটের কানা নিয়ে যায় উইকেটের পেছনে। ডানদিকে ঝাপিয়েও বল গ্লাভসে নিতে পারেননি কনওয়ে।

এরপর দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর। তবে হাফ সেঞ্চুরির পর নিজের রান বেসি বাড়াতে পারেননি বাবর। ৪২ বলে ৫৩ রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন বাবর। এরপর দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ রিজওয়ান। তবে ৪৩ বলে ৫৭ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন এ্যালেন, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ডেরি মিচেল, জিমি নিশম, মিচেল স্যাটনার, টিম সৌদি, ইশান্ত সোধি, লুকি ফার্গুসেন ও ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ নিরওয়ান, বাবর আযম, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, সাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

Back to top button