সারাদেশ

সমাবেশগামী সব গাড়ির টোল ফ্রি করে দিলেন টোল ম্যানেজার

এবার রংপুরে বিএনপির গণসমাবেশে প্রবেশের লালমনিরহাট-কুড়িগ্রাম রুট হচ্ছে তিস্তা সড়ক সেতু্। আজ শনিবার ২৯ অক্টোবর ভোর থেকে দুই জেলার গণসমাবেশগামী বাস, ট্রাক ও ইজিবাইকে লোকজন তিস্তা সেতু টোল প্লাজায় জড়ো হয়।

এ সময় টোল প্লাজার লোকজন টোল চাইলে বিএনপির লোকজন হামলার চেষ্টা করে। হুমকি দেয় টোল প্লাজার লোজনদের। পরে টোল ফ্রি করে দেওয়া হয়। এরপর গণসমাবেশগামী বাস, ট্রাক ও অটো রংপুরের উদ্দেশে রওনা দেয়। পরে ভোর থেকে বিএনপির গণসমাবেশগামী সব যানবাহন টোল ফ্রি করে দেন ম্যানেজার।

এ বিষয়ে টোল প্লাজার ম্যানেজার শহীদ উদ্দিন জানান, টোল নিয়ে হাঙ্গামা করায় টোল ফ্রি করে দেয়া হয়েছে। তবে অপর দিকে বিএনপির নেতারা জানান, টোল প্লাজায় ঘটনার জন্য বিএনপি দায়ী না।

এদিকে টোল প্লাজায় আসা রিগনুম পেন্টা জয়েন্ট ভেনচারের অডিট টিম সদস্য মনির হোসেন জানান, পরিস্থতি এমন হয়েছে টোল ফ্রি না দিয়ে উপায় ছিল না।

Back to top button