আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে হারতে পারে ডেমোক্র্যাটিক পার্টি

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টে নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। হারলে শেষ দু’বছর ব্যাপক চাপে থাকতে হবে বাইডেন প্রশাসনকে।

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান উচ্চ মূল্যস্ফীতি ক্ষেপিয়ে তুলছে ভোটারদের একটা বড় অংশকে। নভেম্বরের নির্বাচনে এটাই বড় ফ্যাক্টর হবে বলে ধারণা বিশ্লেষকদের। জরিপমতে, যেসব আসনে ডেমোক্র্যাটরা সহজেই জয় পায়, সেগুলোর অনেকগুলোতেও হারতে পারে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিয়ন্ত্রক হলে বাইডেনের ছেলে হান্টারসহ প্রশাসনের একাধিক ব্যক্তির অর্থ কেলেঙ্কারি নিয়ে তদন্তে নামতে পারবে বিরোধীরা। চেষ্টা চালাতে পারবে বাইডেন বা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিশংসনেরও।

তবে, মধ্যবর্তী নির্বাচনে দু’দলের জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি বলছেন ডেমোক্র্যাটরা। সরকারদলীয় অনেকেরই দাবি, মিড-টার্ম ইলেকশনের ফল ক্ষমতাসীনদের বিপক্ষেই থাকে, এতে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। সূত্র: রয়টার্স

Back to top button