খেলাধুলা

বাংলাদেশ হয়তো ভিন্ন সুপারস্টার পাবে, কিন্তু সাকিবের মতো কাউকে পাবে না: হাথুরুসিংহে

এখন পর্যন্ত ক্রিকেট বিশ্বে একজন ক্রিকেটারই আছেন যিনি ক্রিকেটের টিন ফরমাটে এক সাথে নম্বর ওয়ান অলরাউন্ডার ছিলেন। আর তিনি হলেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড ধরা হয় তাকে।

তাইতো সাকিবের মত ক্রিকেটার বাংলাদেশে আর জন্ম নেবেন কিনা সেটি সন্দেহ প্রকাশ করেছেন টাইগারদের সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। সাকিবের মত আর একজন ক্রিকেটারকে খুঁজে পেতে হলে কাঠখড় পোড়াতে হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ দলের সাবেক কোচ হাথুরুসিংহে এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির কোচ।

সেখানে এক জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, “সাকিব আল হাসান একটাই তৈরি হয়েছে। তার জেনারেশনের সেরা ক্রিকেটার। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। লম্বা সময় ধরে খেলছে। সাকিবের মতো আর একজনকে খুঁজে পেতে বাংলাদেশকে কাঠখড় পোড়াতে হবে। সাকিবের মতো কেউ হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ হয়তো ভিন্ন সুপারস্টার পাবে, কিন্তু সাকিবের মতো কাউকে পাবে না। ২০০৭ সালের দিকে লক্ষ্য করেন, কত জন ক্রিকেটার এসেছিল বাংলাদেশ দলে। মুশফিক, তামিম, সাকিব একসঙ্গে খেলেছে”।

তিনি বলেন, “পাঁচ থেকে সাত বছর লেগেছে এই ক্রিকেটারদের কাছ থেকে ফল পেতে। এখন যেমন লিটন, মুস্তাফিজ, তাসকিন ভালো করছে। তারা আত্মবিশ্বাস নিয়ে খেলে। সে কারণেই বলছি বাংলাদেশ সুপারস্টার ক্রিকেটার পাবে কিন্তু সাকিবের মতো কাউকে পাবে না।”

Back to top button