উত্তাল সাগরে ভেসে এলো অর্ধশত মহিষ

নিউজ ডেস্ক- চট্টগ্রামের সীতাকুণ্ডে উত্তাল সাগরের ঢেউয়ে ভেসে এলো অর্ধশত মহিষ। মঙ্গলবার (২৫অক্টোবর) দুপুরে উপজেলার সোনাইছড়ি, কুমিরা ও মাদামবিবিরহাট এলাকায় মহিষগুলো ভেসে এসেছে বলে জানান স্থানীয়রা। তবে মহিষগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এর সঠিক সংখ্যা জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড এলাকার সাগর পাড়ে বেশ কিছু মহিষকে সাগরে ভাসতে দেখা যায়।
এক পর্যায়ে মহিষগুলো ওপরে উঠে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এরপর আরো কিছু মহিষের সন্ধান মেলে কুমিরার আকিলপুর ও মাদামবিবিরহাট সাগর উপকূলে। সব মিলে প্রায় ৫০টিরও বেশি মহিষ উপকূলে এসেছে বলে জানান তারা।
সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মুনীর আহমেদ জানান, ‘দুপুরে তার ইউনিয়নের বিভিন্ন স্থানে সাগর উপকূলে বেশ কিছু মহিষ ভেসে এসেছে। এতে তিনি লোক পাঠিয়ে মহিষগুলো জিম্মায় নেওয়ার চেষ্টা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫টি মহিষ আটক করতে সক্ষম হয়েছেন। এ ছাড়াও কবির ষ্টিল শিপব্রেকিং এর পাশে এবং আরো কয়েকটি স্থানে মহিষগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে কিছু মহিষ ভেসে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা এলে মহিষের সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। ‘