খেলাধুলা

বিশ্বকাপ ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজ কোচের পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে পদত্যাগের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। বিশ্বকাপ থেকে উইন্ডিজের বিদায়কে রহস্যজনক বলে দাবি করেন তিনি।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলটি সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়নি। খেলতে হয়েছে প্রথম রাউন্ডের কোয়ালিফায়ার। কিন্তু সেখানেও হোঁচট খেয়েছে নিকোলাস পুরানের দল। ২০১৬ সালের চ্যাম্পিয়ন দলটির এমন পারফরম্যান্সে হতাশ হেড কোচ ফিল সিমন্স। আর এ কারণে হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সিমন্স।

কোয়ালিফয়ারে স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যাবধানে হেরে প্রথম ধাক্কা খায় উইন্ডিজরা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়ালেও তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে প্রথমবার বিশ্বকাপের মূল পর্ব থেকে জায়গা হারায় ওয়েস্ট ইন্ডিজ।

Back to top button