নামাজ ছেড়ে পার্টি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে: শিক্ষা উপমন্ত্রী

নিউজ ডেস্ক- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরের ‘নারায়ে তাকবির’ স্লোগানের সমালোচনা করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নিজে নামাজ থেকে দূরে থেকে পার্টিতে গিয়ে মদ পান করে। কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতির মাঠ গরম করে। ধর্ম ব্যবসা হুম্মাম কাদেরের পারিবারিক ব্যবসা বলেও মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৬৯ তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেলের জন্মদিন, গাহি তারুণ্যের জয়গান’ স্লোগান ধারণ করে আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে নওফেল এ সব কথা বলেন।
সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
নওফেল বলেন, বিরোধী দলগুলো সুযোগ পেলেই কূটনীতিকদের কাছে দৌড়ঝাঁপ করছে। এভাবে তারা বিদেশি কূটনীতিকদের কাছে ছোটাছুটি করে দেশের সম্মান নষ্ট করছে। কূটনীতি পাড়ায় পার্টি না করে তার থেকে বরং আমাদের সঙ্গে চা খাওয়া অনেক বেশি সওয়াবের কাজ হবে।
দেশে বিদেশি রাষ্ট্রের মিশনে পলিটিক্যাল কাউন্সিলর থাকা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের রাজনীতিতে নাক গলানোর জন্য এই পদটি রাখা উচিত নয়।
উপমন্ত্রী বলেন, শেখ রাসেলের মতো একজন নিষ্পাপ শিশুকে হত্যার মধ্যে দিয়ে আগের প্রজন্মের আওয়ামী লীগ একটা দীক্ষা নেয়। সেই দীক্ষা থেকে এখন নতুন প্রজন্ম তৈরি হয়েছে।
নাহিম রাজ্জাক বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। দেশের অগ্রযাত্রাকে রহিত করার জন্য এই ষড়যন্ত্র। এর প্রতিরোধে এখন থেকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাদেকা হালিম বলেন, জাতির পিতার সন্তান হওয়ার পরও শেখ রাসেলকে বিশেষায়িত স্কুলে ভর্তি না করে সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সাধারণ পাবলিক স্কুলে পড়ানো হয়েছে। এতে প্রমাণিত হয় বঙ্গবন্ধু জনগণের নেতা ছিলেন। জাতির পিতার সময়ে ‘কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চিলড্রেন’ স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, কোনো শিশুকে দৈহিক তো দূর, মানসিকভাবেও আঘাত করা যাবে না। সেখানে মর্মান্তিকভাবে শেখ রাসেলকে হত্যা করা হয়।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী নির্বাচন আসছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হবে। সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করার ষড়যন্ত্র হবে। এটা গোপন নয়। আমাদের প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়াং ইকোনমিস্ট ফোরামের সহ-সভাপতি মুসাররাত মাহতাব সুকন্যা।