সিলেট

সিলেটে ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘটের ডাক

টাইমস ডেস্কঃ সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আগামী ৩১ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

সোমবার বিকালে সংবাদ সম্মেলন করে কর্মবিরতির নামে ওই ধর্মঘটের ঘোষণা দেয় বিভাগীয় ট্রাক, পিকআপ ও কার্ভাডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কার্ভাডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন।

তিনি জানান, ৫০ বছর ধরে সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং ও লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করে সারা দেশে সরবরাহ করা হয়ে আসছে। প্রায় ১৫ লাখ ব্যবসায়ী-শ্রমিক ও পরিবহন মালিক-শ্রমিক এ পাথর ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু দীর্ঘ প্রায় ৫ বছর ধরে কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে সিলেটের পরিবহন খাত বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকদের ব্যবসায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।

গোলাম হাদী ছয়ফুল জানান, অধিকাংশ ট্রাক মালিক ব্যাংক ঋণ নিয়ে অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে তাদের গাড়ি কিনেছেন। প্রায় ৫০ হাজার ট্রাক শ্রমিক পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন-যাপন করছেন। গত ১৬ অক্টোবর সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছেনা।

সমিতিটির সভাপতি আরও জানান, পাথর কোয়ারি বন্ধ রেখে রিজার্ভের ডলার খরচ করে পাথর আমদানি করে উন্নয়ন কাজ চালানো হচ্ছে। ৩০ অক্টোবরের মধ্যে পাথর কোয়ারি খুলে দেওয়া না হলে ৩১ অক্টোবর থেকে সিলেট জেলায় টানা ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে। দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে সিলেট বিভাগে পণ্য পরিবহন বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সদস্য সচিব মো. দিলু মিয়া, জেলা ট্রাক পিকআপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আব্দুস সালাম, ট্রাক পিকআপ কার্ভাডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সম্পাদক নাজির আহমদ স্বপন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন তালুকদার, পাথর কোয়ারি ব্যবসায়ী ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আব্দুল জলিল, সদস্য সচিব নুরুল আমীন, জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল বখত, জাফলং ভল্লাঘাট পাথর উত্তোলন ও শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Back to top button