জেলা পরিষদ নির্বাচন: বড়লেখায় আজিম উদ্দিন বিজয়ী

বড়লেখা প্রতিনিধি- মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের (বড়লেখা উপজেলা) সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতিকের আবু আহমদ হামিদুর রহমান শিপলু পেয়েছেন ৪২ ভোট।
সোমবার বেলা আড়াইটার দিকে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।
জানা গেছে, উপজেলার নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট বাতিল হয়েছে ১টি। এবারের নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘুড়ি প্রতিকের আবু আহমদ হামিদুর রহমান শিপলু পেয়েছেন ৪২ ভোট। ক্রিকেট ব্যাট প্রতিকের প্রার্থী শহিদুল আলম শিমুল পেয়েছেন ৩০ ভোট।