ইতালী যাওয়া হয়নি, কফিনেই আটকে রইল ছলেমানের স্বপ্ন!

স্বপ্ন ছিল স্বপ্নের দেশ ইতালি যাবে। বৃদ্ধ কৃষক বাবাকে আর কষ্ট করতে হবে না। স্বপ্ন পূরণ ঠিকই হলো, তবে স্বপ্নকে ছুঁতে হলো মৃত্যুকে সঙ্গে নিয়ে। স্বপ্নকে ছোঁয়ার জন্য দালালের মাধ্যমে লিবিয়া থেকে ইতালির ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় উচ্চ জলরাশি দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেল ছলেমান শিকদার।
নিহত ছলেমান শিকদার (৩২) মাদারীপুর রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের মোশারফ শিকদারের ছেলে।
শনিবার দুপুরে কফিনবন্দি ছলেমানের লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে বাদ জোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে ১২ লাখ টাকা চুক্তিতে গত বছরের ডিসেম্বর মাসে দুবাই যায়। সেখান সাত মাস থাকার পর চলতি বছরের আগস্ট মাসে লিবিয়ায় যায়। লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য আবারো ছয় লাখ টাকার চুক্তিতে রাজি হয় ছলেমান। পরে ১০ সেপ্টেম্বর লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় ইতালি রওনা হয়।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ইতালির সীমানার কাছাকাছি যাওয়ার পরে উচ্চ জলরাশি দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নৌকাতেই মারা যায় ছলেমান। পরে নৌকায় থাকা সহযাত্রীরা তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখে ১২ সেপ্টেম্বর বাড়িতে ছলেমানের মারা যাওয়ার খবর পাঠায়। পরবর্তীতে ইতালির প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে ছলেমানের মরদেহ বাড়িতে পৌঁছায়।
ছলেমানের বাবা মোশারফ শিকদার আহাজারি করতে করতে বলেন, আমার সব সহায় সম্বল বেইচ্চা বাজানরে বিদেশ পাঠাইছিলাম। আজ আমার বাজান লাশ হয়ে বাড়ি ফিরল। আমি এখন কি নিয়া বাঁচব।
ছলেমানের স্ত্রী রোকসানা বেগম বলেন, মতিন দালালের আশ্বাসে আমার স্বামী ইতালি রওনা হইছিল। আগে যদি জানতাম ওরে পাঠাইতাম না। আমার একটা ৩ বছরের ছেলে আছে। ছেলেরে নিয়া এখন কীভাবে বাঁচব। আমাগো ইচ্ছা ছিল পোলাডারে হাফেজ বানাইবো, তা আর হইল না।
এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ভুক্তভোগী পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করব। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা হবে।