বড়লেখামৌলভীবাজার

জেলা পরিষদ নির্বাচন: বড়লেখায় ভোটারদের সাথে ‘টেলিফোন’ প্রচারে প্রার্থীরা

আশফাক জুনেদ, বড়লেখা::

রাত পোহালেই অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মিছবাহুর রহমান নির্বাচিত হওয়ায় শুধু মাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৭টি ওয়ার্ডের মধ্যে বড়লেখা উপজেলা নিয়ে ঘটিত জেলা পরিষদের ১নং ওয়ার্ড। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা বন্ধ থাকায় এই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন মোবাইল ফোনে ভোটারদের সাথে যোগাযোগ রাখছেন। শেষ মুহুর্তে একটি ভোটও হাতছাড়া করতে চাননা প্রার্থীরা৷

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলা নিয়ে ঘটিত ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন ঘুড়ি প্রতিক নিয়ে আবু আহমদ হামিদুর রহমান শিপলু, ক্রিকেট ব্যাট প্রতিক নিয়ে শহিদুল আলম শিমুল ও বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে আজিম উদ্দিন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। নির্বাচনে শুধুমাত্র উপজেলার দশ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত।

নির্বাচনকে সামনে রেখে বড়লেখার একমাত্র কেন্দ্র নারী শিক্ষা অনার্স কলেজে এরই মধ্যে পৌঁছে গেছে ইভিএম মেশিন ও যাবতীয় নির্বাচনী সরঞ্জাম । নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। ভোটকেন্দ্রে প্রতিটি বুথে সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন’।

এদিকে জেলা পরিষদের নির্বাচনে সাধারণ জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও তাদের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে এই নির্বাচন। এলিট মহল থেকে শুরু করে হাটবাজার, চায়ের স্টল থেকে শুরু করে মিডিয়া পাড়া সর্বত্র এখন জেলা পরিষদের নির্বাচনী আলাপ। শেষ হাসি কে হাসছেন এই নিয়ে চলছে তুমুল তর্ক বির্তক। ভোটাররাও এখন হিসাব মেলাতে ব্যস্ত।

আলাপকালে একাধিক ভোটার জানান, রাত পোহালেই অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদগ্রীব হয়ে বসে আছেন তারা। এরই মধ্যে ঠিক করে ফেলেছেন কাকে ভোট দিবেন। তবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেলেও প্রার্থীরা মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করছেন। দোয়া কামনা ও ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

এ বিষয়ে বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান স্বপন চক্রবর্তী ও বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ‘ জেলা পরিষদের ভোট নিয়ে এখনও আমরা বিভ্রান্তির মধ্যে আছি। প্রত্যেকেই যোগ্য প্রার্থী। কাকে রেখে কাকে ভোট দেই। প্রত্যেকেই যোগাযোগ করেছেন এবং দোয়া চাচ্ছেন।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘ একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হবে। ইতিমধ্যে বড়লেখার নারী শিক্ষা অনার্স কলেজ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।

Back to top button