সিলেটজুড়ে বৃষ্টি: অক্টোবরের শেষেই নামছে শীত

নিউজ ডেস্ক- ক’দিনের বৃষ্টিতে সিলেটজুড়ে একটু হিম হিম ভাব লাগছে। তাই তো অনেকের মনে প্রশ্ন জাগছে শীত কী তাহলে এসে গেল! হ্যাঁ আবহাওয়াবিদদের মতে, শীতকালীন ভাব কড়া নাড়ছে দুয়ারে। যদিও এখন সাঁঝ-প্রভাতে যে ঠাণ্ডার আমেজ মিলছে সেটা শীতের পূর্বাভাস মাত্র।
ইতোমধ্যে বিদায়ী যাত্রা শুরু করেছে দক্ষিণা হাওয়া। আর চলতি মাসের ১৯ তারিখ পর শীত নিয়ে ফিরবে উত্তরের হাওয়া। বর্তমানে দিনে আর রাতে তাপমাত্রার পার্থক্য কিছুটা বেশী থাকলেও শীঘ্রই তা কমে যাবে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
জানা গেছে, আশ্বিনের বিদায় ঘণ্টা বাজিয়ে আগামী রোববার থেকে শুরু হতে যাচ্ছে কার্তিক মাস। তবুও কোথাও শীতের পরশ নেই। সেপ্টেম্বরের শেষের দিক থেকে অক্টোবরের শুরুর দিকে কয়েকদিন আকাশ মেঘলা হয়ে থাকলেও অঝরে নামেনি বৃষ্টি। কাঠফাটা রোদ না থাকলেও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। কোথাও কোথাও তো বয়ে যাচ্ছিল দাবদাহ। তবে চলতি সপ্তাহের শুরু থেকে ধীরে ধীরে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। শনিবার থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরলেও সোমবার থেকে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ।
শনিবার দিবাগত রাতে, রোববার রাতেও বৃষ্টি ঝরেছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীতে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ধারা আরো কয়েকদিন অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে মঙ্গলবার পর্যন্ত চলতি অক্টোবর মাসে ২৫৪.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ সাধারণত পুরো অক্টোবর মাসে বৃষ্টি হয়ে ২২৩. ৯ মিলিমিটার। ১১ দিনেই অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের ১৪ % বেশী বৃষ্টিপাত হয়েছে।
এদিকে আর মাত্র কয়েকদিন পর আগমন ঘটতে যাচ্ছে শীতময় হেমন্ত ঋতুর। হেমন্তের শুরুর আগে থেকেই প্রকৃতিতে যেমন শীতের আগমনী বার্তা পাওয়া যেত, তেমনটা এখন আর পাওয়া যাচ্ছে না। গ্রামে-গঞ্জে রাত শেষের দিক থেকে ভোরে কুয়াশার দেখা কিছুটা মিললেও বস্তুত তাতে শীতের পরশ নেই। আর শহরে তো কুয়াশার কোন অস্তিত্বই মিলছেনা। কেন এমনটা হচ্ছে, শীত আসবে কবে, এসব প্রশ্ন সিলেটবাসীর অনেকের মনেই উঁকি দিচ্ছে।
অক্টোবরের মাঝামাঝি ঋতু পরিবর্তনের এ সময়ে গরমের কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত প্রতিবছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ অতিক্রম করার সময় বৃষ্টি নামিয়ে যায়। তবে এবার তুলনামূলক বৃষ্টি বেশী হয়েছে। বছরে সিলেটে সাধারণত ৪ হাজার ১৯৫ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু চলতি বছরে এখন পর্যন্ত (১১ অক্টোবর) বৃষ্টি হয়েছে ৪ হাজার ৯০০ মিলিমিটারের উপরে। যা পুরো বছরের মোট বৃষ্টিপাত থেকে ১৭% বেশী। আর তাই বাতাসে আর্দ্রতার পরিমাণও কম। যার ফলে কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে শীতের একটা আমেজ সৃষ্টি হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, গেল বছরে শীত নামতে কিছুটা দেরী হলেও চলতি বছর শীত আসতে বেশীদিন অপেক্ষা করতে হবেনা। চলতি বৃষ্টিপাত ১৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপরও প্রকৃতিতে শীতের আগমণ ঘটতে পারে।
তিনি বলেন, ক্যালেন্ডার হিসেবে বর্ষাকাল ইতোমধ্যে বিদায় নিয়েছে। তাই কার্যতভাবেই প্রকৃতিতে শীত কিছুটা নামতে শুরু করবে। যা ১৯ তারিখের পরপরই উপলব্দি করা সম্ভব। যদিও শহর ও গ্রামের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকতে পারে। তবুও চলতি মাসেই শীত অনুভূত হওয়ার সম্ভাবনা বেশী। যদিও এই শীত নামার কয়েকদিনের মধ্যে ফের বৃষ্টিপাত বাড়তে পারে। তখন কিছুটা উষ্ণতা বাড়লেও তাপমাত্রা খুব একটা বেশী বৃদ্ধির সম্ভাবনা নেই।