খেলাধুলা

অবশেষে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিলেন। আজ ৬ অক্টোবর নিউজিল্যান্ড গিয়ে পৌঁছান সাকিব। মজার বিষয় হলো, ঠিক পরদিন ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান।

কিন্তু সেই অধিনায়ককে পাওয়াই যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিলো বাংলাদেশ দলের জন্য। তাকে ছাড়াই বিশ্বকাপ প্রস্তুতি সেরেছে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতে দেশের হয়ে সিরিজ খেলা বাদ দিয়ে সাকিব ব্যস্ত ছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। দেশের মাটিতে বিশ্বকাপে যাওয়ার আগে সংবাদ সম্মেলন, ফটোসেশন, জার্সি উন্মোচনসহ নানা আনুষ্ঠানিকতা এবার হয়নি শুধু অধিনায়কের অভাবে।

এদিকে অনেক আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পৌঁছে গেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। এখানে এসেও অধিনায়কের অপেক্ষায় থাকতে হয় পুরো দলকে।নিউজিল্যান্ডে এই মুহূর্তে তাপমাত্রা ১-২ ডিগ্রির আশপাশে। এমন অবস্থায় সকলেই আগে এসে মানিয়ে নেওয়ার সুযোগ পেলেও সাকিবের জন্য সেটি থাকছে না। কিন্তু কেন এত দেরি হলো সাকিবের, কারণটা কী? উত্তরটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত ফ্লাইট জটিলতায় দেরি করে নিউজিল্যান্ড পৌঁছাতে দেরি হয় সাকিবের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেই নিউজিল্যান্ডে উড়াল দিতে চেয়েছেন সাকিব। তবে টিকিট ম্যানেজ করতে না পারায় তখন উড়াল দিতে পারেননি। পরবর্তীতে সাকিব ২ অক্টোবরের একটি টিকিট পেয়েছিলেন, যা ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা ছিল ৪ অক্টোবর।

আর সেই সাথে পুনরায় ভিসা জটিলতার জন্য আবারো নিউজিল্যান্ড পৌঁছাতে দেরি হয় সাকিবের। ভিসা জটিলতায় আসতে না পারায় সাকিব ট্রফি উন্মোচনেও থাকতে পারেননি। যেখানে সাকিবের বদলি হিসেবে কেন উইলিয়ামসন এবং বাবর আজমের সঙ্গে ট্রফি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহান।

Back to top button