হোটেলের বিল রেখে পালিয়ে আসা নিয়ে যা বললেন সিলেট ছাত্রদলের দুই নেতা

টাইমস ডেস্কঃ ঢাকার একটি হোটেলে তিন মাস অবস্থান করে বিল পরিশোধ না করে পালিয়ে আসেন সিলেট মহানগর ছাত্রদলের দুই নেতা। এমন একটি সংবাদ গতকাল সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও নগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু।
এই দুই ছাত্রদল নেতা প্রকাশিত সংবাদের ‘নিন্দা ও প্রতিবাদ’ জানিয়েছেন। একইসাথে ঢাকার ওই হোটেল সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতির মাধ্যমে এই ব্যাখ্যা প্রদান করেন তারা।
বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, ‘আমরা নাকি তিন মাস হোটেল আশরাফীতে অবস্থান করে ভাড়া পরিশোধ না করে চলে এসেছি। তিন মাস সেই হোটেলে অবস্থান করলে আমরা ওই সময়ে সিলেটের রাজপথে মিছিল, মিটিং সভা সমাবেশে কিভাবে উপস্থিত ছিলাম? হোটেল কর্তৃপক্ষ এত টাকা বকেয়া রাখার তো প্রশ্নই আসে না. যেখানে দৈনিক ভাড়া আদায় করে নেয় হোটেল আশরাফীর কর্তৃপক্ষ। প্রকৃত ঘটনা হচ্ছে, এই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে আমরা হোটেল আশরাফীতে কয়েকদিন ছিলাম। আমরা চলে আসার সময় আমাদের যাবতীয় পাওনা পরিশোধ করে আসি। ঠিক এর পরে এই হোটেলে অবস্থান করেন আমাদের পরিচিত দুইজন। তারা সেখানে কয়েকদিন ছিলেন এবং আমাদের না জানিয়ে হোটেল কর্তৃপক্ষের সাথে তাদের একটি ব্যবসায়িক লেনদেন হয়। হোটেল কর্তৃপক্ষ আমাদের পরিচিত দুইজনের ভোটার আইডি কার্ড সংরক্ষণ করেননি এবং তাদের উভয়ের ব্যবসায়িক দেনা পাওনা রয়েছে। পরবর্তীতে আমি ও আবদুস সালাম টিপু এই দেনাপাওনার বিষয়ে অবগত হই এবং সময়সীমা নির্ধারণ করে রাখা হয়। আমার ও আবদুস সালাম টিপুর কাছে হোটেল আশরাফী কর্তৃপক্ষের কোন দেনাপাওনা নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য এ রকম সংবাদ প্রকাশিত হয়েছে।’
বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, ‘আমি গত সেপ্টেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ হোটেল আশরাফীতে বোর্ডার ছিলাম। আমাদের উপর তো তাদের কোনো অভিযোগ ছিল না। অভিযোগ থাকলে তারা আমাদের জানাতেন। তাদের সাথে আমাদের কোনো দেনাপাওনা নেই। মূলত আমাদের রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্য এমন সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে, ছাত্রদল নেতাদের প্রেরিত বিবৃতিতে হোটেল আশরাফীর ম্যানেজারের একটি বক্তব্য সংযোজন করে দেওয়া হয়েছে। ওই বক্তব্যে হোটেলের ম্যানেজার মো. আজাদ বলেন, ‘আমাদের হোটেলের গ্রাহক ছাত্রদলনেতা ফজলে রাব্বি আহসান ও আব্দুস সালাম টিপুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল। এ ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট ঘটনার সমাধান হয়েছে। তাঁদের সাথে আমাদের হোটেলের কোন দেনাপাওনা নেই।’ সৌজন্যঃসিলেটভিউ