প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জোবেদা ইকবাল

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বড়লেখা জুড়ি ও কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত (নারী) ১নং ওয়ার্ডের সদস্য পদে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বড়লেখা উপজেলা মহিলা আওয়ালীগের যুগ্ম আহ্বায়ক ও সদ্য সাবেক সদস্য জোবেদা ইকবাল। তিনি তার ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য পুনরায় তার ফুটবল প্রতিকে ভোট চাচ্ছেন।
বুধবার দিনভর তিনি বড়লেখা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন চষে বেড়িয়েছেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুটবল প্রতিকে ভোট চান।
এ বিষয়ে জোবেদা ইকবাল বলেন ‘বিগত ৫ বছর জেলা পরিষদের সদস্য হিসাবে আমি সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছি। আমার বিরুদ্ধে কাউকে অভিযোগ করার সুযোগ দেইনি৷ সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমি এবারও আশাবাদী ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। যদিও এবারের নির্বাচন বিগত নির্বাচন থেকে চ্যালেঞ্জিং তারপরও ইনশাআল্লাহ আমার বিজয় হবে। ‘
প্রসঙ্গত, বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত (নারী) ১নং ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪১২ জন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। উক্ত নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য এবংপৌরসভার মেয়র ও কাউন্সিলররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।