১৪ সদস্যের সিলেট বিভাগীয় ক্রিকেট দল ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ ৩০তম জাতীয় ক্রিকেট লিগের জন্য সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেট বিভাগীয় দল ঘোষণা করা হয়েছে। জাতীয় লিগে অংশ নিতে ইতিমধ্যে সিলেট বিভাগীয় দল চট্টগ্রাম পৌঁছেছে।
সিলেট বিভাগীয় দলে প্রথমবারের মতো নেই অলক কাপালি। তিনি কিছু দিন আগেই অবসর নিয়েছেন। তরুণদের মধ্যে মহীউদ্দিন তারেক, আবু বক্কর ও নাঈম সুযোগ পেয়েছেন।
দলে জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী ছাড়াও সিনিয়র তান্না, জাবেদরা আছেন। ১৪ সদস্যের দলের পাশাপাশি চারজনকে স্যান্ডবাই রাখা হয়েছে।
সিলেট বিভাগীয় দল:: ইমতিয়াজ হোসেন তান্না, মিজানুর রহমান সায়েম, অমিত হাসান, জাকির হাসান, আসাদুল্লাহ আল গালিব, তৌফিক খান তুষার, আবু বক্কর, শাহনুর আহমদ, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ রাহী, তানজিম হাসান সাকিব, মহীউদ্দীন তারেক, নাঈম আহমদ ও নাবিল আহমদ।
স্ট্যান্ডবাই- রিয়াদ খান, সফর আলী, শেনাজ আহমদ, নাঈম হাসান সাকিব।