তবে কি শাকিবের জন্যই পূজার এই পোস্ট!

ঢালিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও চিত্রনায়কা শবনম বুবলি। একের পর এক উন্মোচন হচ্ছে রহস্য। প্রকাশ পেয়েছে শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান জয়ের ছবি। এরই মধ্যে আবারও শোবিজ দুনিয়ায় ঘুরছে আরও এক নাম, ‘পূজা চেরি’। টপিকে শাকিব কমন নাম হলেও বুবলীর নামের জায়গায় জুড়েছে পূজার নাম। বিনোদন পাড়ায় চলছে শাকিব-পূজার প্রেমের গুঞ্জন।
এতো সমালোচনায় এ দু’দিনে পাওয়া যায়নি পূজার খোঁজ। তবে রবিবার (২ অক্টোবর) বেলা ১২টা ২০ মিনিটের দিকে তার ফেসবুক ভেরিফায়েড পেইজে দিয়েছেন পোস্ট। নেটিজেনরা বলছেন শাকিবকে ঘিরেই তার এ পোস্ট।
পূজা লেখেন, ‘অন্যকে নিয়ে ভাবা বন্ধ করলেই দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবে। তাই কাউকে খুশি করার চেষ্টায় সময় নষ্ট করবেন না….’
মুহূর্তেই হাজারও কমেন্ট লক্ষ করা যায় ওই পোস্টে। কেউ জানিয়েছেন শুভকামনা, কেউ আবার করেছেন শাকিবকে নিয়ে খারাপ মন্তব্য।
পূজা যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন হলে জানা গেছে। এই মাসেই তার উড়াল দেওয়ার কথা রয়েছে। শাকিব খান প্রযোজিত নতুন সিনেমাতেও নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরি।