খাসা তরুণ সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, নতুন কমিটি গঠন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের ঐতিহ্যবাহি সংঘটন খাসা তরুন সংঘের দ্বিবার্ষিক সম্মেলন ২০২২ সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয় ইসলাম কনভেনশন হলে সংঘের সদ্য বিদায়ী সভাপতি ছাব্বির হোসেন এর সভাপতিত্বে এবং নব নির্বাচিত সভাপতি জাকির হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জিএস ফারুকুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম আহমদ,খাসা তরুণ সংঘের গভর্ণিং বডির চেয়ারম্যান জামিল আহমদসহ গ্রামের মুরব্বিয়ান,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার কর্মকর্তা এবং তরুণ সংঘের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সম্মেলনে কমিটি ঘোষণা করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র জিএস ফারুকুল হক। নব-নির্বাচিত কমিটিতে সভাপতি জাকির হোসাইন,সাধারণ সম্পাদক আবুল হোসেন ,সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূর আলম রাহাত সহ ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র ফারুকুল হক এবং ৪নং ওয়ার্ড কাউন্সিল আবুল কাশেম আহমদকে সংবর্ধনা প্রদান করে খাসা তরুণ সংঘের সদস্যরা। এসময় সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।