সুনামগঞ্জ

জগন্নাথপুরে মারামারি ঘটনায় গ্রেফতার- ১

নিউজ ডেস্ক- সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়ানো কেন্দ্র করে মারামারির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে বুধবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর উপজেলার পাটলি ইউনিয়নের পঞ্চায়েতি জায়গা রসুলপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে স্থানীয় মইজপুর গ্রামের সমুজ মিয়া (৭০) গরুর জন্য ঘাস কেটে রাখছিলেন। সেই খাস ছাতক উপজেলার সমসপুর গ্রামের মৃত ফয়জুল করিমের ছেলে আব্দুল মমিন (৪৫) এর গরু খেয়ে ফেলে। সে সময় বৃদ্ধার গরু তারানোকে কেন্দ্র করে পাটলি বাজার সেক্রেটারীর ছোট আব্দুল মমিন সহ তাহার লোকজন দেশী অস্ত্র দিয়ে সমুজ মিয়াকে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সমুজ মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে গতরাতে থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে আব্দুল মমিন (৪৫)কে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার এসআই শফিকুল ইসলাম জানান, গরুর ঘাস খায়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা আব্দুল মমিনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করেছি।

Back to top button