জেলা পরিষদ হলো জনগণের প্রতিষ্ঠান- বিয়ানীবাজারে নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান

বিয়ানীবাজার টাইমসঃ সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খান বলেছেন, জেলা পরিষদ হবে জনগণের প্রতিষ্ঠান। সকল মতের মানুষের জন্য জেলা পরিষদ উন্মুক্ত থাকবে। যেকোন প্রয়োজন সিলেটের মানুষ জেলা পরিষদের সেবা গ্রহণ করতে পারেবন।
দেশ সমৃদ্ধ ও উন্নত হচ্ছে জানিয়ে এড. নাসির খান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রীর হাত ধরে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। আমরা উন্নত দেশে নাগরিক হওয়া গৌরব অর্জনের পথে। ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যে অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সেই সফলতায় বাংলাদেশ আজ উন্নত দেশের দ্বার প্রান্তে।
তিনি বুধবার দুপুরে পৌরসভায় অবস্থিত একটি অভিযাত পার্টি সেন্টারে বিয়ানীবাজার উপজেলার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিনের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, সদস্য আব্দুল বারী ও জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, হোসেন মুরাদ চৌধুরী, জালাল উদ্দিন, তুতিউর রহমান তোতা, মোহাম্মদ আমান উদ্দিন, ফরিদ আল মামুন, দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিউর রহমান শাবলু, ইউপি সদস্য মনিরুজ্জামান ও ফয়েজ আহমদ।
সভায় বিয়ানীবাজার পৌরসভা, ১০ ইউনিয়ন পরিষদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড. নাসির উদ্দিন খানকে ফুলেল শুভেচ্ছা জানান।