আন্তর্জাতিক

দুই দশক পর জনপ্রিয়তায় কনজারভেটিভ পার্টির চেয়ে এগিয়ে লেবার: জরিপ

দুই দশকের বেশি সময় পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টরি) চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। ইন্টারনেটভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ধনীদের কর কমানোর ঘোষণায় কনজারভেটিভদের জনপ্রিয়তা কমার ইঙ্গিত মিলেছে জরিপে।

ইউগভের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, কনজারভেটিভ পার্টির চেয়ে লেবার পার্টি ১৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে। ২০০১ সালের পর লেবার পার্টির প্রতি এত জনসমর্থন আর কখনো দেখা যায়নি। ওই বছর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন লেবার পার্টির তৎকালীন নেতা টনি ব্লেয়ার।

দ্য টাইমস-এর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং কর কমানোর ঘোষণা দেন। এটার বিরোধিতা করেছেন দেশটির অনেক মানুষ, যার মধ্যে কনজারভেটিভ পার্টির সদস্যরাও রয়েছেন।

ইউগভের জরিপে অংশ নেওয়া মাত্র ১৯ শতাংশ ভোটার মনে করেন, অর্থমন্ত্রী যে ‘মিনি বাজেট’ ঘোষণা করেছেন, তা ‘ঠিকঠাকই’ আছে। ২০১০ সাল থেকে এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে ইউগভের জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের। কিন্তু এত খারাপ ফল এর আগে দেখা যায়নি।

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মন্দাভাব থেকে যুক্তরাজ্যের অর্থনীতির গতি ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস যেসব পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তার কেন্দ্রে রয়েছে কর কমানোর এ পদক্ষেপ। কিন্তু গতকাল মঙ্গলবার লেবার পার্টির নেতা কেইর স্টারমার বলেছেন, লেবার পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে ধনী ব্যক্তিদের জন্য কর কমানোর বদলে নতুন চাকরি সৃষ্টি, নাগরিকদের দক্ষতা বৃদ্ধি ও কীভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো যায়, সেসব বিষয়ে মনোযোগী হবে।

Back to top button