
আশফাক জুনেদ, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা পর্যটনের অপার সম্ভাবনাময় একটি উপজেলা। চা বাগান, মাধবকুণ্ড, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওর, আগর বাগান ও আতর উৎপাদনের কারখানাসহ আরও অনেক ছোট বড় পর্যটন স্থান রয়েছে সীমান্তবর্তী এই উপজেলায়। ৪৪৮.৮৬ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় প্রকৃতি নিজেকে ঢেলে দিয়েছে। মাধবকুণ্ড ছাড়াও বড়লেখায় রয়েছে আরও কয়েকটি ছোট ছোট পাহাড়ি ঝর্ণা।
পর্যটকেরা নিজেরদের ভ্রমনপিপাশা মিটাতে ঝুঁকি নিয়ে এসব ঝর্ণা দেখতে যান। এছাড়া উপজেলায় রয়েছে ১৮টি চা বাগান, খাসিয়া পুঞ্জি, প্রকৃতির অপরুপ নিদর্শন বোবারতলসহ প্রাকৃতিক ও ঐতিহাসিক অনেক নিদর্শন। কিন্তু এসব স্থান নিয়ে সরকারি ও বেসরকারি কোন উদ্যোগ না থাকায় পর্যটন স্থান হিসাবে পরিচিতি পাচ্ছে না বেশিরভাগ স্পট। সেসব স্থানে এলাকার পর্যটকেরা বেড়াতে গেলেও বাহিরের পর্যটকদের কাছে পর্যটন স্থান পরিচিত না হওয়ায় তারা নির্দিষ্ট কিছু স্থান বেড়িয়ে চলে যাচ্ছেন। সরকারি ভাবে বড়লেখার এসব পর্যটন স্থান সমুহকে আরও আকর্ষণীয় করে তুললে এসব স্থানে পর্যটনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পর্যটন সংলিষ্টরা।
এ বিষয়ে মাধবকুণ্ড পর্যটক সহায়ক ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কবির আহমদ বলেন, ‘ বড়লেখায় যে শুধু মাত্র পর্যটন স্থান মাধবকুণ্ড এবং হাকালুকি হাওর রয়েছে এমন নয়। এই উপজেলায় আরও বেশ কয়েকটি পর্যটন স্থান রয়েছে যেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করে মডিফাই করলে পর্যটকরা সেসব স্থানে বেড়াতে যাবে। এতে করে স্থানীয় এলাকার ব্যবসায়ীরা উপকৃত হবে এবং এলাকার মান উন্নয়ন হবে। কিন্তু এসব স্থান নিয়ে সরকারের কোন উদ্যোগ চোখে পড়ে না।
তিনি আরও বলেন, ‘ ইদানিং আনুপাতিক হারে মাধবকুণ্ডে পর্যটক সংখ্যা কমছে। তার কারণ বাহিরে থেকে পর্যটক মাধবকুণ্ড ভ্রমনে এসে শুধু মাত্র ঝর্ণা দেখেই ফিরে যেতে হয়। এখানে বিনোদনের আর কোন ব্যবস্থা নেই। পুলিশ পর্যটকদের পানিতে নামতে দেয় না৷ অনেকে গোসলের প্রস্তুতি নিয়ে আসলেও তাদের পানিতে নামতে না দেওয়ায় হতাশ হয়ে ফিরে যান। মাধবকুণ্ড থেকে বছরে বড় অংকের রাজস্ব পায় সরকার। কিন্তু সে অন্যুায়ী কোন উন্নয়ন করছে না, ফলে দিন দিন পর্যটক কমছে যোগ করেন তিনি। ‘ ।
ঢাকা থেকে মাধবকুণ্ড ও হাকালুকি হাওর ঘুরতে আসা আব্দুল করিম নামের এক শিক্ষক বলেন, ‘মাধবকুণ্ড আসার আগে অনলাইনে বড়লেখা উপজেলা সম্পর্কে কিছুটা ঘাটাঘাটি করেছি। জানতে পারলাম এখানে বেশ কয়েকটি চা বাগান ও খাসিয়া পলী রয়েছে। আগর আতরের রাজধানী হিসাবে পরিচিত এখানকার সুজানগর ইউনিয়ন। বাহিরের মানুষ শুধু মাধবকুণ্ড আর হাকালুকি বেড়াতে আসে। আমি মনে করি সরকারিভাবে অন্যান্য পর্যটন স্থানকে প্রমোট করা উচিত। এর ফলে বাহিরের মানুষ এসব জায়গায় বেড়াতে আসবে এবং সরকার ভালো রাজস্ব আদায় করতে পারবে।’
কামাল আহমদ নামের স্থানীয় এক পর্যটক বলেন, ‘ আমাদের বড়লেখা প্রাকৃতিক সম্পদে ভরপুর। সম্ভাবনাময় অনেক পর্যটন স্থান রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এসব স্থানকে দর্শনীয় করা সম্ভব। এতে বাহিরে থেকে আরও বেশি পর্যটক বড়লেখায় বেড়াতে আসবেন ‘।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ বলেন ‘ আমি বড়লেখায় এসেছি মাত্র কয়দিন হলো। এখনো একেবারে নতুন। এ বিষয়ে সাংবাদিক ও পর্যটন সংলিষ্টদের নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ করবো৷’