বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে বিপুল পরিমান ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজার উপজেলার চারখাইতে অবস্থিত পুলিশ ফাড়ির সদস্যরা তাকে আটক করে।
আটককৃত যুবকের নাম আকমল আহমদ, সেই চারখাই এলাকার দেউলগ্রাম ফারুক আহমদের পুত্র বলে জানা যায়। সে স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।
জানা যায়, চারখাই ফাড়ি ইনচার্জ এসআই ফয়সলের নের্তৃত্বে এএসআই নুরুন্নবী চারখাই বাজারে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকায় মোটরসাইকেল আরোহী আকমলকে দুটি বস্তাসহ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে বহনকারি বস্তা তল্লাশী করে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, মাদকসহ আটক যুবককে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।