সারাদেশ

সহকর্মীর স্ত্রী নিয়ে পালানোয় পুলিশ সদস্য জেলে

নিউজ ডেস্ক- ভোলায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অপর এক পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হাদার ওই পুলিশ সদস্যের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ওই পুলিশ সদস্য সাগর ভোলা জেলা প্রশাসকের নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রায় তিন মাস আগে সাগর তার পূর্ব পরিচিত অপর এক পুলিশ সদস্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই নারীর বাবা বাদি হয়ে ভোলা থানায় চলতি বছরের ২০ জুন মামলা দায়ের করেন। মামলার পরপরই সাগরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এদিকে, মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত সাগর হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।

কোর্ট পরিদর্শক রথীন্দ্রনাথ জানান, আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Back to top button