মৌলভীবাজার

মৌলভীবাজারে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

নিউজ ডেস্ক- মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের পূর্ব কদুপুর গ্রামে ১৪ সেপ্টেম্বর মধ্যরাতে মৃত রাজকুমার পাশীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পরে স্থানীয় জনতার গণপিটুনিতে সায়েম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

এঘটনার একদিন পর ১৬ সেপ্টেম্বর সায়েমকে অপহরণ পূর্বক হত্যার অভিযোগ এনে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় নিহত সায়েম এর পিতা রিয়াজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ সরকার বলেন,বর্তমানে মামলা তদন্ত চলছে,তদন্ত শেষে জানা যাবে ঘটনার প্রকৃত কারণ। তিনি বলেন, বর্তমানে এ ঘটনায় আতির মিয়া ও রবিন মিয়া নামে দু’জন জেল হাজতে রয়েছেন।

জানা যায়, গত বুধবার ১৪ সেপ্টেম্বর মধ্যরাতে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের পূর্ব কদুপুর গ্রামে মৃত রাজকুমার পাশীর বাড়িতে সায়েমের নেতৃত্বে কয়েকজনের সংঘবদ্ধ চোর চক্র চুরির উদ্দেশ্যে হানা দেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও সায়েম জনতার হাতে ধরা পড়ে। এসময় ক্ষুব্ধ জনতা সায়েমকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে নিহত হয়।

পরে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দূরের সম্রাট এলপিজি ফিলিং স্টেশন থেকে সায়েমের মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। স্থানীয়রা জানান ওই রাতে চুরি করতে গিয়ে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে সায়েমের মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের কয়েকটি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে এলাকায় অসংখ্য চুরি ও ডাকাতির ঘটনায় সে জড়িত থাকলেও তাকে ধরা যায়নি। তার নেতৃত্বে গড়ে উঠা চোর চক্রের কারনে এলাকার মানুষ অতিষ্ঠ ছিলো।

মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, নিহত সায়েমের বিরুদ্ধে থানায় ৩টি চুরির মামলাসহ মোট ৪টি মামলার রেকর্ড রয়েছে।

Back to top button